ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

কানাইঘাটে ভোটার তালিকা হালনাগাদের কাজ স্থগিত

কানাইঘাট প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ২১ মে ২০২২ ১১:৪৮:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার একযোগে এই কার্যক্রম শুরু হলেও সিলেটের কানাইঘাট উপজেলায় শুরু করা যাচ্ছে না বন্যার কারণে। আপাতত ভোটার তালিকা হালনাগাদের কাজ এখানে স্থগিত থাকবে বলে জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার বিকালে ইসির জারি করা এক আদেশে একথা জানানো হয়েছে। এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনও স্থগিত করেছে সংস্থাটি।

ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে- ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর প্রথম ধাপে তফসিল ঘোষিত সিলেট জেলার কানাইঘাট উপজেলায় ২০ মে থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম আকস্মিক বন্যাজনিত কারণে স্থগিত রাখা হলো।

সেই সঙ্গে তথ্য সংগ্রহের কার্যক্রম পরবর্তী দুই সপ্তাহ পর থেকে যথারীতি শুরু করা হবে বলে জানানো হয়। এই কার্যক্রম চলবে আপাতত ২০ নভেম্বর পর্যন্ত।

অন্যদিকে দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল ১৫ জুন। পরবর্তী নির্দেশনা না দেওয়া এ নির্বাচন বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসি।