ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ০২:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ জানান, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ সঙ্গীয় এসআই মোস্তাফিজুর রহমান, এসআই ফরহাদ, এএসআই আলাউদ্দিন, এএসআই কাউছার আলম ও এএসআই মোশারফ হোসেনসহ এই অভিযান চালায়। অভিযানে কাপ্তাই থানার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি অংসুইছাইন চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করা হয়। তিনি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা।

এছাড়া, একই মামলায় অভিযুক্ত ২২ নম্বর আসামি মোঃ জুনায়েদ হোসেনকে (২৫) একই দিন রাত সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাঙামাটির বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ