গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় মঙ্গলবার সকালে অটো রিক্সার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এলাকার সূত্রের জানা যায়, উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার বজবাসী বণিকের ছেলে আশুতোষ বনিক (৭৫)। সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোলাইমান মিন্টু জানান, সকালে বাড়ি থেকে বাজার করতে যাওয়ার সময় সূত্রাপুর এলাকার বোর্ডঘর এলাকায় একটি অটো রিক্সা পিছন থেকে ধাক্কা দিলে আশুতোষ বণিক রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। তার ছেলের দাবি প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।