১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। বিমানবন্দরে এক সংক্ষিপ্ত বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
গতকাল মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে কায়রোর উদ্দেশ্যে যাত্রা করেন ড. ইউনূস। কায়রো পৌঁছানোর পর তাঁকে ঘিরে বিভিন্ন প্রোটোকল ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে, যা ডি-৮ শীর্ষ সম্মেলনের গুরুত্বের প্রতিফলন।
কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য হলো ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, শেপিং টুমরোস ইকোনমি’। এ প্রতিপাদ্য ভবিষ্যৎ অর্থনীতিতে যুবশক্তি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের ভূমিকা তুলে ধরবে। ডি-৮ সংস্থা উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে কাজ করছে, যেখানে সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।
ডি-৮ কমিশনের ৪৮তম বৈঠক ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, যা সংগঠনটির জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে চিহ্নিত হয়েছে। জানা গেছে, ড. ইউনূস সম্মেলনের ফাঁকে কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন, যা নিয়ে প্রস্তুতি চলছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে এবং কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন।
ডি-৮ শীর্ষ সম্মেলন কেবল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতাকে ত্বরান্বিত করবে না, বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভূমিকা এবং যুবশক্তির সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যৎ অর্থনীতির নতুন রূপরেখা উপস্থাপন করবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ড. ইউনূসের উপস্থিতি, বিশেষ করে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে, দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
বায়ান্ন/এএস/পিএইচ