কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমূল-কালিকাপুর এলাকায়।
জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগামী একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে চারজন যাত্রী এবং একজন চালক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখনও নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শীদের মতে, রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে সুরক্ষিত রেলক্রসিং স্থাপনের দাবি জানিয়ে আসছেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। লাশগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই রেলক্রসিংয়ে সিগন্যাল বাতি কিংবা কোনো গেটম্যান নেই। তাই এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে তারা মনে করেন।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বায়ান্ন/এএস