মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩য় মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন।
পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, হারুনুর রশীদ ও সুলতানা বেগম লাইলী, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, গতবছরের ২৪ ডিসেম্বর নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে পৌরসভার তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির ১২৩ ও অষ্টম শ্রেণির ৬৩ জনসহ মোট ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পঞ্চম শ্রেণির ৩১ ও অষ্টম শ্রেণির ১৪ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ