ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় স্কুল শিক্ষিকার আকস্মিক মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১০ মার্চ ২০২৩ ১০:১৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা পারভিনের (৩৮) আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী, মহতোছিন আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার সারাদিন স্কুল শেষে বিকালে বাসায় ফিরে ফারহানা অসুস্থতায় ভোগেন। দিবাগত রাত ৩ টার দিকে তিনি বমি ও পেটে ব্যথায় কাতরালে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

শিক্ষিকা ফারহানার আকস্মিক মৃত্যুতে তার পরিবারের সদস্য ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুমা শিক্ষিকা ফারহানা পারভিনের কর্মস্থল কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
 
জানাজায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল কাদির এবং সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মতিনসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার লাশ দাফনের জন্য নিজবাড়ি ঝিনাইদহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানান তার স্বামী হাসানুজ্জামান।

এদিকে, শিক্ষিকা ফারহানা পারভিনের আকস্মিক মৃত্যুতে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মতিন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।