ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

কুষ্টিয়া থেকে খুলনা ফরিদপুর রুটে বাস বন্ধের দ্বিতীয় দিন চলছে- ভোগান্তি চরমে

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ৮ এপ্রিল ২০২৩ ০৭:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর



কুষ্টিয়া জেলার বাস শ্রমিকদের মারধর ও ঝিনাইদহ বাস মালিকদের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে দুই জেলার মালিক শ্রমিক দন্দে কুষ্টিয়া বাস মালিক শ্রমিকের ডাকে ধর্মঘট গড়ালো দ্বিতীয় দিন। শনিবার কুষ্টিয়া থেকে ঝিনাইদহ, যশোর,খুলনা, ফরিদপুরের উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। ধর্মঘটের কারনে চরম ভোগান্তিতে পরেছে সাধারন মানুষ। শুক্রবার ধর্মঘট শুরু হলেও প্রখররোদ ও অফিস বন্ধ থাকায় মানুষ প্রয়োনছাড়া ঘরথেকে বের হয়নি। আজ শনিবার বেসরকারী অফিস খোলা থাকায় এবং বিভিন্ন প্রয়োজনে  মানুষ ঘরথেকে বের হয়ে খুলনা, ফরিদপুর রুটের যাত্রীরা পরে চরম ভোগান্তিতে।

আজ সকার ১০ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এরপর মজমপুর বাস ডিপোতে দেখা যায়, সংশ্লিষ্ট সকল রুটের বাস সারিসারি সাজানো।বাস মালিক গ্রুপের কার্যালয়ের বারান্দায় ও সামনে চালক, সুপারভাইজার, হেলপার বসে আছে। সবার চোখে মুখে চিন্তার ভাজ। সামনে ঈদ এখন আয় রোজগার বন্ধ হলে শ্রমিকরা খুব সমস্যায়রপড়বে পরিবার নিয়ে। তবে দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে মালিক পক্ষ বসে সমাধানের আলাপে ব্যস্ত।

বাস মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বলেন, ঝিনাইদহ বাস মালিকরা ট্রিপ বাড়াতে বলছে। বাস চলাচলের নিয়ম অনুসারে যেখান থেকে রুট শুরু হয় সেই জেলার বাস চলে। দরকার হলে তারা ঝিনাইদহ খুলনা বাস চালু করুক তাতে আমাদের সমস্যা নাই। কিন্তু কুষ্টিয়া থেকে ঝিনাইদহের বাস খুলনা যাবে এটা সম্ভব না। আজ দুপুরে আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয় ডেকেছেন। সেখানে সন্তোজ জনক ফলাফল না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

বাস শ্রমিক মোঃ সোহেল জানান, বাস বন্ধ থাকলে শুধু যাত্রীদের ভোগান্তি হয়নতা কিন্তু না। আমাতেরও কম কষ্ট না। আমরা দিন আনি দিন খাই। একদিন ট্রিপ বন্ধ থাকলে আমাদের আয় রোজগার বন্ধ হয়ে যায়। সংসার চালাতে ধারদেনা করা লাগে।

বাস মারিক শ্রমিক সূত্রে জানা যায়, ঝিনাইদহ বাস মালিক শ্রমিকরা খুলনা রুটে ঝিনাইদহ গাড়ির নতুন ট্রিপ চাচ্ছে।  যা সম্ভব না, এটা নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জে বৈঠক হয়েছে। সেখানে আমাদের শ্রমিকদের মারধর করাহয়েছে। কুষ্টিয়া মালিক শ্রমিক সিদ্ধান্তের কারনে বাস বন্ধ করা হয়েছে। এখন খুলনা, ফরিদপুর  থেকে কোন বাস আসছে না, যাচ্ছেও না। কুষ্টিয়া বাস মালিক সমিতির সাধারন সম্পাদক বলেন,হাসান আবুল ফজল সেলিম বলেন, আমাতের শ্রমিকদের মারধর করা হয়েছে। আগামি রবিবারের মধ্যে এর সমাধান না হলে আরো কঠর পদক্ষেপ নেওয়া হবে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস মালিক ও জেলা প্রশাসকের আলোচনা চলমান ছিলো। তাই ধর্মঘট প্রত্যাহার বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যায়নি।