ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে হিলিতে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

হিলি প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ ০৩:৩৫:০০ অপরাহ্ন | রাজনীতি

“দেশ বাঁচাও কৃষক বাঁচাও, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে ।

 

আজ শুক্রবার সকাল ১১ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে সামনে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে হাকিমপুর উপজেলা কৃষক দলের সংগঠনিক সম্পাদক দুলাল হোসেন নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি বাজারে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে তা শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নোতাকর্মীরা। 

 

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পারুল নাহার, উপজেলা যুবদলের আহবায়ক সাহ আলোম, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ান হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন, আজিম মল্লিক টিটন, পৌর যুবদলেন যুগ্ম আহবায়ক কাউছার হোসেন, চঞ্চল আহেম্মেদসহ, অনেক ছিলেন।