ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ মারা গেছেন

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ০৫:০৮:০০ অপরাহ্ন | গণমাধ্যম

খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন। মরহুমের মরদেহ গ্ৰামের বাড়ি মোরেলগঞ্জে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে গত সোমবার আইসিইউতে ভর্তি করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/একে