ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

গলাচিপায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান

মোঃ সুমন খান,গলাচিপা (পটুয়াখালী) : | প্রকাশের সময় : বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫:০০ অপরাহ্ন | বরিশাল

পটুয়াখালীর গলাচিপায় চরকাজল ইউনিয়নে গভীর নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে খবরটি ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ভিড় করছেন এলাকার উৎসুক জনতা, কলেজ, স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা ঘটনাটি ঘটে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামে বসবাসরত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হোসেন প্যাদার নিজ বাড়িতে তিনি গত ১৫ দিন পূর্বে গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ করেন। পরে নলকূপের পাইপের উপরে টিউবওয়েল বসানোর জন্য কলমিস্ত্রি আসলে তাদের মাধ্যমে জানতে পারেন পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। প্রথমে বিষয়টি  কারও বিশ্বাস হচ্ছিল না পরে মিস্ত্রিরা পাইপের বাহিরের অংশে পেপের ডাটা বসিয়ে ডাটার মাথায় ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালালে তা তৎক্ষণাৎ জ্বলে উঠে। এরপর সেখানে লোহার পাইপ দিয়ে গত দিন যাবত সেখানে বের হওয়া গ্যাস দিয়ে তাদের পরিবারের যাবতীয় রান্নার কাজ সারছেন। বিষয়ে ইউপি সদস্য  মনিরসহ এলাকাবাসী  বিষয়টি সরকারকে আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান, গ্যাস ওঠার ব্যাপারটি জেনে গণস্বাস্থ্য প্রকৌশলীকে অবগত করেছি। উপর মহলে বিষটি অবগত করার প্রক্রিয়া চলমান রয়েছে