ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

রিয়াদ হাসান | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ০৩:০০:০০ অপরাহ্ন | দেশের খবর
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন নামে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫মিনিটের দিকে আগুন লাগে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিকেল রয়েছে। কিছুক্ষণ পরপর ব্যাপক শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিশাল কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠছে। এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

বায়ান্ন/আরএইচ/একে