ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

গাজীপুর কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : বুধবার ১ নভেম্বর ২০২৩ ০৬:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার সকালে যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী বের হয় র‌্যালীটি উপজেলা থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমতুল্লাহ,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক (চলতি) বোয়ালী ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এম মাহবুব হাসান মেহেদী প্রমুখ। প্রশিক্ষণের সনদ, ক্রীড়া সামগ্রী ও সফল সংগঠকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।