প্রধান উপদেষ্টার প্রেস উইং গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ঠেকাতে ফ্যাক্ট-চেকিং পেজটি চালু করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফ্যাক্ট-চেকিং পেজের প্রথম পোস্টে, দুপুর ১টা ৩০ মিনিটে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে ওয়াশিংটন পোস্টের নামে একটি ভুয়া প্রতিবেদন ছড়ানো হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে যে ওয়াশিংটন পোস্টের সাথে আলোচনা করে জানা গেছে, এ প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা। সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়।
একই দিন, বেলা ৩টার দিকে আরও একটি পোস্টে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা মিথ্যা। রাষ্ট্রপতির প্রেস উইং নিশ্চিত করেছে, এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি। সকলকে গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
বায়ান্ন/এএস