ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ এপ্রিল ২০২৩ ০১:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ দিবসটি পালন করেছে।

“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গণ, শেখ হাসিনার দর্শন” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বেলুন উড়িয়ে এ দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোবাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবীর, জেলা ক্রীড়া কর্মর্কতা মো: মনিরুজ্জামান বক্তব্য রাখেন। সভায় বক্তরা, শিশু ও তুরুন প্রজন্মকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের হয়ে মাঠে আসার আহবান জানান। তারা যেন মাঠে এসে খেলাধূলা করে সে বিষয়ে দৃস্টি রাখার জন্য মা-বাবা প্রতি আহবান জানানো হয়।