বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সন্ত্রাসীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের ছাত্র-জনতা ও তাওহীদি মুসলিম জনতা।
মঙ্গলবার রাতে এশার নামাযের পর শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে তাওহীদি মুসলিম জনতা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারী ইসকন সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময়ে আইনজীবীকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশে নিষিদ্ধের দাবিও জানান তাওহীদি মুসলিম জনতা। এর আগে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন সন্ত্রাসীদের হামলায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন।
হামলায় নিহত সাইফুল ইসলাম ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
বায়ান্ন/এসএ