ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:০৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবীতে বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ প্রর্দশন করেছেন। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পোষাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নেয়। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে বায়েজিদ-অক্সিজেন, ষোলশহর ২নং গেইট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি গার্মেন্টের শ্রমিকরা গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। মালিকপক্ষ নানা অজুহাতে তিনমাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ রেখেছেন।

সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পোষাক শ্রমিকদের অবস্থান জোড়ালো হতে থাকলে ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

অবরোধকারীদের কয়েকজন বলেন, এক বছর ধরে বেতন দিতে গড়িমসি করছে মালিকপক্ষ। বেতন দেওয়ার নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

সিএমপির উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ