চট্টগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে হযরত ফকির শাহ (রা.)-এর দুইদিনব্যাপী বার্ষিক ওরশ।
এ উপলক্ষে প্রথমদিন বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলমগীর খানকাহ শরীফ সংলগ্ন হযরত ফকির শাহ (রা.)-এর মাজারের গিলাপ পড়ানো, দিনব্যাপী কেরাত মাহফিল, বাদে মাগরিব গাউসিয়া খতম এবং বিশেষ মোনাজাত শেষে দ্বিতীয় দিন শুক্রবার বাদে জুমা কোরআন খতম, বাদে এশা আখেরি মোনাজাত ও রাতে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে নাজিরপাড়া মডেল সমাজের সর্দার মো. জানে আলম, সামশুল আলম, ওরশ উদযাপন কমিটির এম এ নাছির, মো. ইউসুফ, মো. বাদশাহ, আবুল বশর লেদু, জাহেদুল আলম, মো. লেয়াকত আলী খাঁন, গিয়াস উদ্দিন, মো. ফারুক, আব্দুর শুক্কুর, মামুন খান, শফিকুল আলম, মো. ফারুক, এম কামাল উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান এরশাদ।
এ সময় আগামী বছর আরো বড় পরিসরে এই ওরশ উদযাপন করার আশাবাদ ব্যক্ত করেছেন, ওরশ উদযাপন কমিটির এম এ নাছির।
বায়ান্ন/প্রতিনিধি/একে