ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

চাঁদপুর-লাকসাম রেল পথের বাৎসরিক পরিদর্শনে উচ্চতর টিম

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫ ১০:৪৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

বাংলাদেশ রেলওয়ে চাঁদপুর-লাকসাম রেল পথের বাৎসরিক পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ে জিআইবিআর ফরিদ উদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রেলওয়ের স্পেশাল গ্যাংকারে করে তিনি চাঁদপুর রেলওয়ে স্টেশনে পৌছেন। প্রথমে ষ্টেশন মাষ্টার গ্রেড-১ মারুফ হোসেন এর অফিস কক্ষে বসে বিভিন্ন তথ্য নেন এবং স্টেশনের বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। এসময় সাংবাদিকরা তার কাছে রেলওয়ের 

জমি দখল সহ রেলওয়ে কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম, তুলে ধরেন এসম রেলের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে আলাপ করা হয়। 

তিনি সাংবাদিকদের জানান, আমি এখানকার বর্তমান অবস্থা দেখতে এসেছি। এখানে যাত্রীদের সুরক্ষা,স্টেশনের অবকাঠামো, ব্রিজ গুলি ত্রুটি, জনবল বৃদ্ধি এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ  বিষয়গুলো সম্পর্কে জানতে এসেছি। 

তিনি আরো বলেন, এখানকার বর্তমান অবস্থা জানার পর রেলের প্রত্যেকটি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে আমার সহজ হবে তাই চাঁদপুরে আসা। এরপর দুপুরের খাবার শেষ করে তিনি চাঁদপুর ত্যাগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মকর্তা আনিসুর রহমান, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা তৌসিয়া, যান্ত্রিক প্রকৌশলী সাজিদ হাসান, সেতু প্রকৌশলী জিসান দত্ত, সিগনাল প্রকৌশলী সেলিম হোসেন, প্রকৌশলী-(১)আবু রাফি, এডিটিও ফেরদৌস, এডিসিও ফারহান মাহমুদ, এসএসএই(ওয়ে) লাকসাম মো. লিয়াকত আলী,

চাঁদপুর স্টেন মাষ্টার-১মারুফ হোসেন, স্টেশন মাষ্টার-২ সোয়াইবুল শিকদার সহ চাঁদপুর রেলের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগন। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ