হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমুরোড উচ্চ-বিদ্যালয় ও কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে দিক নির্দেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে আমুরোড উচ্চ-বিদ্যালয় ও কলেজ হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের প্রভাষক হাবিবুর রহমান মাসুকের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আবুল হাছানের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমুরোড উচ্চ-বিদ্যারয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমুরোড উচ্চ-বিদ্যালয় ও কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মাষ্ঠার, রাজার বাজার সরকারি উচ্চ-বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান, গভর্ণিং বডির সদস্য ও ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রউফ, প্রভাষক আশিকুর রহমান ও মোঃ মঈন উদ্দিন প্রমুখ।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেওয়া হয়। এবং আমুরোড উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল এবং কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী-কর্মকর্তাবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিক নির্দেশনামূলক সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।