জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের উদ্যাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ, মানবিক সহায়তা ও বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের দুজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।
ট্রাস্টের সহ-সভাপতি মুক্তাদির কৃষান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
ট্রাস্টের কোষাধ্যক্ষ আঃ ছামাদ মাষ্টারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ট্রাস্টের পরিচালক লন্ডন প্রবাসী জালাল আহমেদ, ট্রাস্টের পরিচালক ফ্রান্স প্রবাসী সাংবাদিক শাহনওয়াজ খান সুমন ও আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সজল দাস। এতে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন বক্তব্য রাখেন।
এতে শিক্ষক অভিভাবক, আওয়ামীলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধুর জীবনী ও তার কর্মের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ৪টি গ্রুপের ১৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া প্রত্যেক অংশ গ্রহনকারীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
একই সভায় আওয়ামীলীগের নিবেদিত ৬ প্রবীন কর্মীকে ৫২ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয় এবং ট্রাস্টের দুই পরিচালক শাহনওয়াজ খান সুমন ও জালাল আহমেদকে সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।