চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এক রোমাঞ্চকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই দলের মধ্যকার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনার পারদ চড়েছে শেষ বাঁশি পর্যন্ত। তিনবার এগিয়ে গেলেও বার্সাকে বারবার সমতায় ফিরিয়ে চাপে রেখেছিল ডর্টমুন্ড। তবে শেষ পর্যন্ত নিজেদের দক্ষতায় জয় ছিনিয়ে নেয় স্প্যানিশ জায়ান্টরা।
এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ৬ ম্যাচে তাদের জয় ৫টি এবং হার মাত্র ১টি। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮। অন্যদিকে ডর্টমুন্ড ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে।
ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুইটি সম্ভাবনাময় আক্রমণ করে বার্সা। তবে ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ডর্টমুন্ড, পাল্টা আক্রমণ শানিয়ে বার্সাকে চাপে ফেলে।
১৪ মিনিটে বার্সার লামিনে ইয়ামালের পাস থেকে রাফিনিয়া গোলের খুব কাছাকাছি চলে গিয়েও ব্যর্থ হন। প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি।
বিরতির পর খেলা আরও উজ্জীবিত হয়ে ওঠে। ৫০ মিনিটে ডর্টমুন্ড গোল করে এগিয়ে গেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এর পরপরই ৫৩ মিনিটে দান ওলমোর নিখুঁত থ্রু পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া।
গোল শোধে মরিয়া ডর্টমুন্ড ৬৭ মিনিটে একটি পেনাল্টি পায়। বার্সার ডিফেন্ডার পাউ কুবারসি বক্সের ভেতর ফাউল করলে স্পট কিক থেকে সমতায় ফেরান ডর্টমুন্ডের সেরহো গুইরাসি।
ম্যাচের ৭৫ মিনিটে ফেরান তোরেস বদলি হিসেবে নেমে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে ৭৮ মিনিটেই দ্বিতীয়বারের মতো বার্সার জালে বল জড়ান গুইরাসি।
৮৫ মিনিটে তোরেসের বুদ্ধিদীপ্ত শটে বার্সা ৩-২ গোলে লিড নেয়। এরপর ডর্টমুন্ড গোল শোধের জন্য একাধিক আক্রমণ করলেও সমতায় ফিরতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই রাতের অন্য ম্যাচে আর্সেনাল ৩-০ গোলে মোনাকোকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট এখন ১৩। এদিকে এসি মিলান ২–১ গোলে রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে।
চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচগুলো ফুটবলপ্রেমীদের মনে যেমন রোমাঞ্চ জাগিয়েছে, তেমনই পয়েন্ট তালিকায় নাটকীয় পরিবর্তন এনেছে।
বায়ান্ন/এএস