ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৭:০০ পূর্বাহ্ন | জাতীয়

প্রায় ১২ দিনের দীর্ঘ সফর শেষে যুক্তরাজ্য থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সফরকালে মির্জা ফখরুলের স্ত্রীর চিকিৎসাও সম্পন্ন হয়েছে।

বিএনপির সূত্র অনুযায়ী, এই সফরে তারেক রহমান দলীয় সংগঠনের শক্তি বাড়ানো, চেইন অব কমান্ড বজায় রাখা এবং ধৈর্যের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য মির্জা ফখরুলকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে বিএনপির করণীয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন।

৫ আগস্টের সরকার পরিবর্তনের পর এবারই প্রথম মির্জা ফখরুল সরাসরি লন্ডন সফর করলেন। এই সফরকে দলের ভেতরে ও বাইরে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সরকারের অন্তর্বর্তী সিদ্ধান্ত গ্রহণে বিএনপির মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন, সাংবিধানিক কাঠামো সংস্কার এবং অন্যান্য নীতিগত বিষয়ে অন্তর্বর্তী সরকারের কিছু পরিকল্পনা রয়েছে, যা তারেক রহমানের সঙ্গে আলোচনার জন্যই মির্জা ফখরুলের এই সফর বলে জানা গেছে।

লন্ডনে পৌঁছানোর পর মির্জা ফখরুল ৩ ডিসেম্বর রয়েল রিজেন্সি হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি দলের অবস্থান তুলে ধরেন। এছাড়া ৫ ডিসেম্বর সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকগুলোতে তারেক রহমান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং চলমান রাজনৈতিক সংকটে ধৈর্যের সঙ্গে দলের ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, তারেক রহমানের দেশে ফেরা এবং ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখার প্রচারণা বাড়ানোর নির্দেশনাও দেন।

মির্জা ফখরুলের এই সফরের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ কৌশল নির্ধারণে নতুন দিকনির্দেশনা আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

বায়ান্ন/এএস