ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

দেশে ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০১:১০:০০ অপরাহ্ন | রাজনীতি

১১ দিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা হযতর শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে গত ৩০ নভেম্বর সস্ত্রীক লন্ডন যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দিনের এ সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের রাজনীতি, অন্তর্বর্তী সরকার, আগামী নির্বাচন, দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া লন্ডনে বাঙালি কমিউনিটির সঙ্গেও কয়েক দফা মতবিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরকালে যুক্তরাজ্যের লন্ডনে ‘ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের বৃটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বারশিপ দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।