ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১
অধিকারবঞ্চিত মানুষের অবিস্মরণীয় পথপ্রদর্শক

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৩১:০০ পূর্বাহ্ন | জাতীয়

আজ ১২ ডিসেম্বর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই মহান নেতা। যদিও তার জীবনের অধিকাংশ সময় কেটেছে টাঙ্গাইলের সন্তোষে, তার সংগ্রামের ছাপ রয়েছে গোটা বাংলাদেশেই।

মওলানা ভাসানীর জীবনের দর্শন ও সংগ্রাম এক গভীর অনুপ্রেরণা। তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অধিকারবঞ্চিত মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। তার জীবনভর লড়াই ছিল নিপীড়িতদের জন্য। জাতীয় সংকটকালে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতেন।

মওলানা ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থকে পাশ কাটিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও তিনি ক্ষমতার মোহে কখনো নিজেকে হারিয়ে ফেলেননি। তার সাদাসিধে জীবনযাপন তার আদর্শিক দৃঢ়তার প্রমাণ।

মওলানা ভাসানীর নেতৃত্ব বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। শোষণ ও বঞ্চনাহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তার সংগ্রাম এখনও প্রাসঙ্গিক। তার দৃঢ় নেতৃত্বে বাঙালি জাতিসত্তার বিকাশ এবং অধিকার আদায়ে যুগান্তকারী পরিবর্তন এসেছে।

১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেন। তার এই পদক্ষেপ আজও স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারের প্রতীক হিসেবে উচ্চারিত হয়।

মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের বক্তব্যে ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার আদর্শকে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

মওলানা ভাসানীর জীবনী থেকে প্রজন্মের পর প্রজন্ম শক্তি ও অনুপ্রেরণা লাভ করবে। অধিকারবঞ্চিত মানুষের জন্য তার সংগ্রাম এবং সাদাসিধে জীবনের আদর্শ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চিরন্তন হয়ে থাকবে।

 

বায়ান্ন/এএস