ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ছাগলনাইয়ায় কর্মজীবী নারী জাহানারা আক্তারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাখাওয়াত হোসেন , ছাগলনাইয়া : | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ১২:১৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
 
 
 
ফেনীর ছাগলনাইয়া ৯ নং শুভপুর ইউনিয়ন জয়পুর গ্রামে গত ১০ ই ডিসেম্বর রাত ৯ টায় নারী, কৃষক, শ্রমিক সেলের সেল সদস্য জাহানারা আক্তার শিল্পী (৪০) নামক এক মহিলা ও তাঁর অন্তঃসত্বা মেয়ে তানিয়া আক্তার (২২) এর উপর বর্বরোচিত হামলা ও আসামীদের গ্রেফতার'র প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। রবিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় কর্মজীবী নারী ফেনী জেলার উদ্যোগে শুভপুর রাস্তার মাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
ভুক্তভোগী জাহানারা আক্তার শিল্পী জানান, ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও আসামীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। আমি অনতিবিলম্বে প্রধান আসামি মাদক কারবারি রুহুল আমিনের ছেলে মোঃ একরাম সহ সহযোগী আসামীদের গ্রেফতার করে আইনের আওয়াতা আনার জন্য ছাগলনাইয়া পুলিশ প্রশাসন'র নিকট জোর দাবী জানাচ্ছি। মানববন্ধনে প্রায় শতাধিক নারী শ্রমিক অংশগ্রহণ করে।
 
এবিষয়ে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলাটি এজাহারভুক্ত হয়েছে। আমরা আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।