ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

জঙ্গি ইস্যুতে সতর্ক থাকাসহ প্রধানমন্ত্রীর ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ২৭ নভেম্বর ২০২২ ০৫:১৭:০০ অপরাহ্ন | জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ইস্যুতে দেশের মানুষকে সতর্ক থাকার পরামর্শসহ ১১টি নির্দেশনা দিয়েছেন।  রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এ নির্দেশনা দেন।

 

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা ও সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো হলো- বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, আমদানি ইস্যুতে ব্যয় সংকোচন, কৃষির উৎপাদন বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে করা, তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে আয় বৃদ্ধি করা, জঙ্গি ইস্যুতে সতর্ক থাকা, রেমিট্যান্স বাড়াতে পদক্ষেপ গ্রহণ, বাজার দর নিয়ন্ত্রণ, ভূমির ই-রেজিট্রেশন ইস্যু এবং সুশাসনের ওপর জোর দেওয়া।