ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জমি জমা সংক্রান্তের জেরে ফুরাদুজ্জামানের উপর হামলা ও দোকান ভাংচুর

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ০৩:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

গাইবান্ধার চকমামরোজপুরে জমি জমা সংক্রান্তের জেরে জমির মালিক ফুরাদুজ্জামান ফুরাদ এর উপর শামীম আহমেদ কর্তৃক জোর পূর্বক জমি দখলের জন্য  আক্রমণ ও দোকান পাঠ ভাংচুরের অভিযোগ তুলে ১৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ফুরাদুজ্জামান ফুরাদ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ফুরাদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুরাদ জানান-গাইবান্ধা শহরের চকমামরোজপুরে আব্দুস সোবহান সরকার এর পুত্র ফুরাদুজ্জামান ফুরাদ চলতি সালে ৩ মাস পূর্বে একই গ্রামের মৃত সেরাজুল ইসলাম এর পুত্র শাহাজাহান মিয়া'র কাছ থেকে সাড়ে ২৬ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছে। যার সাবেক ২০১৩ দাগের ২ ও ১২৬০ হাল দাগের ৪২ ও ৪৩ আর,এস এর ৭৪ শতকের মধ্যে ৮ শতাংশ, ১২৬৫,১২৬৬ হাল দাগ ও ২০২৪ সাবেক দাগ, ১২৫৯ হাল দাগ ৬৪ শতক জমির মধ্যে সাড়ে ৪ শতক জমি রয়েছে। ফুরাদ এর নিজ নামীয় খারিজ কেস নং-২৩৪৪। 

এতে ৫ ডিসেম্বর ২০২১ ইং তারিখে গাইবান্ধা সদর থানায় শালিস বৈঠক হলে জমিদাতা শাহাজাহান মিয়ার ভাই শামীম আহমেদ সহ কৃষক ধরনের অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ব্যাক্তি শামীম আহমেদ এর উকিল ফুরাদুজ্জামান সহ তার উপর চড়াও হয়ে গালিগালাজ, মেরে ফেলা সহ বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে। সে সাথে গত ৯ ডিসেম্বর ২১ ইং তারিখ সকাল ১০ টায়  শামীম আহমেদ সহ ৫ থেকে ৬ জন সাদুল্লাপুর রোডের চকমামরোজপুর ফুরাদুজ্জামান ফুরাদ এর ব্যবসা প্রতিষ্ঠান " ফুরাদ ট্রেডার্স এর উপর হামলা করে দোকান ভাংচুর, হুমকি দেয়াসহ ফুরাদ এর বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে এবং দুই লক্ষ টাকা চাদা দাবী করছে শামীম আহমেদ। উপরোক্ত বিষয় থেকে প্রতিকার  পেতে সাংবাদিকের লিখনির মাধ্যমে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ফুরাদ সহ তার আত্বীয়স্বজন।