অতি সম্প্রতি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই কারা বন্দী আসামীর মৃত্যু হয়েছে। বেদনা বিধুর এ ঘটনা সচেতন মহলকে ভাবিয়ে তুলছে।
জানা যায়, জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ কয়লাকান্দি গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে শাহীন ফকির (৪৫) হত্যা ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও মেলান্দহ উপজেলার কাঙ্গাল কুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে ইয়াকুব আলী (৬৫) মাদক মামলার আসামী হিসেবে জেলা কারাগারে বন্দী ছিলেন। অতি সম্প্রতি তাদেরকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার মধ্যরাতে শাহীন ফকির ও মঙ্গলবার সকালে ইয়াকুব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এমন করুন ঘটনায় বিভিন্ন মহলে না কথা ঘুরপাক খাচ্ছে।
তাদের মৃত্যুর কারণ জানতে জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি। পরে জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাসের সাথে যোগাযোগ করলে তিনি মিটিং এ আছেন বলে জানান। শেষে জামালপুর জেলা কারাগারের প্রধান আবু ফাত্তাহ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, শাহীন ফকির শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক করে কিছু বলা যাবে না। আর হার্ট অ্যাটাকে ইয়াকুব আলীর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।