জামায়াতে ইসলামীর ডাকে মহাসমাবেশ যোগ দিতে আসা দলটির নেতা কর্মীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিলের শাপলা চত্বর আসার পথে আরামবাগের গলিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠি সার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিন সকাল ১০টা থেকেই জামায়োতের নেতাকর্মীরা আরামবাগ মোড়ে জড়ো হতে থাকে। আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।
অন্যদিকে শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। সমাবেশ করতে ডিএমপিকে চিঠিও দিয়েছিল দলটি। অনুমতি না পেলেও সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জামায়াত।
শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছিলেন, ‘শনিবার জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’