সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় পাহাড় কাটার উৎসব শুরু হয়েছে। প্রতিদিন রাতের অন্ধকারের এস্কেবেটর দিয়ে বড়বড় টিলা কেটে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে। স্থানীয়রা এ বিষয়ে বারবার পরিবেশের দৃষ্টি আকর্ষণ করলেও তাতে কোনো কাজ হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে কামরুল নামে এক পাহাড় খেকো গত এক মাস ধরে পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় টিলা কাটা শুরু করে। পরিবেশ অধিদপ্তরের কতিপয় কর্তাকে এজন্যে অনৈতিক ফায়দা দিয়ে ম্যানেজ করা হয়েছে।
অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের কর্তার পরামর্শে দিনের বেলা পাহাড় না কেটে রাতের আধাঁরে পাহাড় কাটা হয়। এতে কোনো ধরনের ঝামেলা হয় না। এই অবস্থায় রাতের আঁধারে ব্যাপকভাবে টিলা কেটে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে।
সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন এই প্রসঙ্গে বলেন, যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আবার মাটি কাটলে, আবার ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট বিভাগের সমন্বয়কারী আবদুল করিম কিম ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা তারা না নিলে অন্য কারোর পক্ষে কিছু করার নেই। এভাবে সিলেটের পাহাড়-টিলা বিলিন হয়ে যাচ্ছে। যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলবে।