ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

জয়পুরহাটের ক্ষেতলাল শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিক্যিাল ক্যাম্প অনুষ্ঠতি

এম রাসলে আহমদে, জয়পুরহাট : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ০৮:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

আমরা র্আতমানবতার সেবায় ,বিপন্ন মানুষরে পাশে”এই শ্লোগানকে সামনে রেখে অন্বেষণ ব্লাড ব্যাংক ও সাহাব উদ্দিন   মেডিক্যিাল  কলেজ  হাসপাতাল, গুলশান-ঢাকা এর আয়োজনে জয়পুরহাট জেলাল ক্ষেতলাল উপজেলাল নওটিকা-কেশুরতা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠতি হয়ছেে শীতবস্ত্র বিতণে ও ফ্রি   মেডিক্যিাল  ক্যাম্প। এখানে প্রায় ৫৫০ ( পাচশত পঞ্চাশ) জন গরীব ও মেহনতী মানুষের মাঝে শীত বস্ত্র ও প্রায় ১২০০ ( বাব শত) মানুষকে ফ্রি চিকিৎসা সেবা সহ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ ইশতয়িাক আহমেদ, উপজলো নির্বাহী অফিসার , প্রধান অতিথী  মোঃ মোস্তাকিন মন্ডল ,উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথী ডাঃ আতাউর রহমান ইউ এইচ এফ পি ও ক্ষেতলাল,জয়পুরহাট এবং মোঃ আঃ বারিক মন্ডল সাবকে চেযারম্যান ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল,জয়পুরহাট। এছাড়া এলাকার গণ্যমান্য  বিভিন্ন ব্যক্তিবর্গ উক্ত মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন।