ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

জয়পুরহাট বৃদ্ধকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ড

এম রাসেল আহমেদ, জয়পুরহাটঃ | প্রকাশের সময় : সোমবার ১৯ জুন ২০২৩ ০৮:৩২:০০ অপরাহ্ন | জাতীয়

জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে আব্দুর মজিবর রহমান (৭৮) নামে বৃদ্ধকে হত্যার দায়ে দুই সহোদর ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সেই সঙ্গে ওই মামলায় অন্য ধারায় ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (১৯ জুন) জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন আসামীরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে এ আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত দুই সহোদর ভাই জাফর ওরফে জাফু ওরফে ইয়ারব হোসেন (৩৫), আমিনুল ইসলাম ওরফে রিয়াদুল (৩৩) সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে আর লুৎফর রহমান (৪৫) পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের মৃত জাবদুলের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়,  ২০০৭ সালের ১৭ ডিসেম্বর সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে মজিবর রহমান তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতদল বাড়ির প্রাচীর টপকিয়ে মজিবরের ঘরে প্রবেশ করে ছুরিকাঘাত করে। এ সময় প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এক পর্যায়ে মজিবরের চিৎকারে পাশের ঘরে থাকা তার দুই সন্তান আব্দুর রাজ্জাক ও এরশাদ ঘর থেকে বের হয়ে ডাকাতদের ঝাপটে ধরে। এ সময় ডাকাতরা মজিবরের ছেলে এরশাদকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় প্রতিবেশী জাফরকে চিনতে পারে পরিবারের সদস্যরা। পরে গুরুতর আহত অবস্থায় মজিবর রহমান ও তার ছেলে এরশাদকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মজিবর রহমানকে মৃত ঘোষণা করেন। আর ছেলে এরশাদকে হাসপাতালে ভর্তি করে নেয়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ২০০৭ সালের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান ২০০৮ সালের ২৮ মার্চ আদালতে তিন জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন আদালত।

মামলার সরকারি পক্ষে ছিলেন আইনজীবী নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি, উদয় সিং এপিপি ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন শাহানুর রহমান শাহিন।