ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য

ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৪:০০ অপরাহ্ন | খুলনা

বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন এর জন্য ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। সোমবার রাতে ঢাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্ল’র হাতে নগদ এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করে। সেসময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ।
সভাপতি সাজিদ মাহমুদ বলেন, বন্যার্তদের জন্য আমরা শুরু থেকেই কাজ করছি এবং আমাদের লক্ষ্য ছিলো বন্যা পরবর্তী ধাপ নিয়ে কাজ করা। যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সম্ভব বলে মনে হয়েছে।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন গত ০৫ বছর যাবৎ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছে এবং পূর্বের চেয়ে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য ও প্রিয় সংগঠন হিসাবে বিবেচিত হয়েছে।
নতুন স্বাধীন বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণ সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এসেছে। এজন্য প্রগতি পরিবার এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।