ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

শরণখোলায় পানিতে পড়ে আড়াই বছরের শিশু কন্যার মৃত্যু

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ ০৭:৪৫:০০ অপরাহ্ন | খুলনা

শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ৫ নং মধ্য খোন্তাকাটা ওয়ার্ডের হেলাল চাপরাশির ২ বছর ৬ মাসের শিশু কন্যা নুসাইবা পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

 

হেলাল চাপরাশির চাচাতো ভাই স্বপন চাপরাশি জানান আজ ১১ জুলাই আনুমানিক সকাল সাড়ে ৮ টার দিকে সবার অজান্তে খেলতে খেলতে বাড়ীর পিছনে পুকুরে পড়ে যায় শিশু নুসাইবা। তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশু নুসাইবাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ছোট্ট শিশু কন্যা নুসাইবাকে মৃত ঘোষণা করেন।

 




সবচেয়ে জনপ্রিয়