ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে ঢিলেঢালা হরতাল, সমর্থনে বিএনপির মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৯ অক্টোবর ২০২৩ ০৬:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে বিএনপি। রোববার (২৯ অক্টোবর) সকালে জেলা বিএনপির পক্ষ থেকে শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
 
এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এদিকে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে। সকাল থেকে স্থানীয় ও দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে অল্প দূরত্বে ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় চলাচল করছে মানুষ। সকাল থেকে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান খুলতে দেখা গেছে।
 
সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন এলাকায় জোরদার রয়েছে নিরাপত্তাব্যবস্থা, চলছে পুলিশের টহল। তবে হরতালের কারণে বন্ধ রয়েছে ঝিনাইদহ থেকে দূরপাল্লা ও স্থানীয় রুটের বাস চলাচল। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যেতে পারছেন না তারা।
 
শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে আলী উজ জামান নামের এক ব্যক্তি জানান, ‘শৈলকুপাতে যাব। সকাল ৯টায় অফিস। কিন্তু অনেক সময় বসে থেকেও কোনো বাস পাচ্ছি না, অফিসের সময়ও ওভার হয়ে গেছে। এখন ভেঙে ভেঙে যেতে হবে।’
 
নাম প্রকাশ না করার শর্তে ঝিনাইদহ বাস টার্মিনালের এক কাউন্টার ম্যানেজার জানান, ‘বাস ভেঙে দেওয়ার ভয়ে আপাতত বাস বন্ধ রেখেছি। অন্যরা বা অন্য জেলা থেকে যদি ছাড়ে, তাহলে আমাদের বাসও ছাড়বো।’ 
 
এদিকে গতকাল রাতের বিভিন্ন সময় ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানাসহ অন্যান্য উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, নাশকতার মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শহরে পর্যাপ্ত পুলিশের টহল আছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত।