ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ঝিনাইদহ সীমান্তে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেফতার ৫

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২১:০০ অপরাহ্ন | খুলনা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক হাসিনা সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত ৯টার পরে আটকের খবর জানায় ঝিনাইদহ পুলিশ।  এর আগে মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের সম্পর্কে যাচাই বাছাই শেষে নিশ্চিত হয় পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লার দারোগাবাড়ি গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (ফরমাল) ব্যারিষ্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুরের ভোগরা গ্রামের সানাউল্লাহ সরকারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল, মানিকগঞ্জের পশ্চিম দাসড়া এলাকার কালিবাড়ি সড়কের সুকুমার সরকারের ছেলে যুবলীগ নেতা সৌমিত্র সরকার মনা, গাজীপুরের জয়দেবপুর উপজেলার কামারিয়া গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সারোয়ার হোসেন ও ধামরাই উপজেলার ধুনট দেওয়ানপাড়া গ্রামের দেওয়ান সিরাজুল ইসলামের ছেলে রুবেল দেওয়ান।

 

ঝিনাইদহ থানার ওসি শাহিন উদ্দিন জানান, আটককৃত ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্যেশ্যে একটি প্রাইভেটকারযোগে ঢাকা থেকে রওনা দেয়। তারা সীমান্তের পাচার চক্রের সদস্য জনৈক আকরাম হোসেনের সাথে যোগাযোগ করে। পুলিশ খবর পেয়ে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোষ্ট বসিয়ে একটি প্রাইভেট কার থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী সহ ৫ জনকে আটক করে। তাদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর নামে ঢাকা আদাবর থানায় একটি হত্যা মামলা রয়েছে। 

 

তিনি বলেন, আটককৃতদের মধ্যে একজন মুদির দোকানদার ও গাড়ি চালক রয়েছে। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাদের দুইজনকে ছেড়ে দেওয়া হবে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।