টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে, সাদপন্থীদের আক্রমণে নিহত চার সাথী মৃত্যুর দ্রুত বিচার ও বাংলাদেশে সাদ পন্থীদের কর্মকান্ড বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও সর্বস্তরের জনগণ।
রোববার (২২ ডিসেম্বর) বেলা ১০টায় শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড থেকে শুরু করে সিও অফিসের গেট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নওগাঁ মার্কাস মসজিদের খতিব ও মেহনতি জামাতের সাথী মাওলানা জামিলুর রহমানের সভাপতি অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরায় হযরত আব্দুল ওয়াহেদ, সুরায় হযরত আব্দুল খালেক, মেহনতি জামাতের সাথি ইয়ার মোহাম্মদ টিটিসহ বিভিন্ন ওলামা মমাসায়েক, মসজিদের ইমাম মুয়াজ্জিমবৃন্দ।
বায়ান্ন/এসএ