ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

টঙ্গী বিশ্ব ইজতেমায় প্রথম দিনেই ৩ মুসল্লির মৃত্যু

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫ ১২:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনে এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজ আদায় করার জন্য আবদুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লি গোসল করতে গেলে গোসলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়। তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। বাকি দুইজন আমিরুল ইসলাম (৪০) ও সাবেদ আলী (৭০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার মাগরিবের পর আম বয়ানের মধ্য বিশ্ব ইজতেমা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠের ৬৮টি খিত্তায় অবস্থান করছেন। ইজতেমা ও জুম্মার নামাজ উপলক্ষে আশপাশের এলাকারসহ পাঁচ লাখ মুসল্লির আগমন ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগের তথ্যে জানা গেছে, ৪৬টি দেশের বিদেশি মুসল্লি এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন।

ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। ইজতেমা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে।

 

বায়ান্ন/এসএ