ঈদ উল আযাহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে যৌনপল্লীতে চাল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, নারী মুক্তি সংঘের সভানেত্রী আকলিমা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা বেগম প্রমুখ।
এসময় যৌনপল্লীর ৬০০ জন বাসিন্দার মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল পেয়ে খুশি সুমি বেগম। তিনি বলেন, ২০ বছর ধরে এই পল্লীতে আছি। করোনার সময় ছাড়া প্রশাসনের পক্ষ থেকে আমরা কখনও সহযোগিতা পাই নাই। অনেক সময় না খেয়েও দিন গেছে আমাদের। ডিসি স্যার আজকে যে সহযোগিতা করলো আমার মতো এই পল্লীর সবাই অনেক খুশি হয়েছে। আমাদের ঈদও ভালো কাটবে।
ঝর্ণা আক্তার নামের আরেক নারী বলেন, ডিসি স্যার যে আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে চাল দিবে তা কখনো চিন্তা করি নাই। চাল পেয়ে আমার মতো এই পল্লীর সবার অনেক উপকার হলো। সবার ঈদটাও ভালো যাবে।