টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ‘সতীর্থ ৮৮’ ব্যাচের উদ্যোগে ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ‘সতীর্থ ৮৮’ ব্যাচের নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এসময় সতীর্থ ৮৮ ব্যাচের ঈদ সামগ্রী বিতরণ উপকমিটির আহবায়ক এড. মির্জা আরিফ ইখতিয়ার খোকন, সদস্য সচিব এড. সাইদুর রহমান রতন, সতীর্থ ৮৮ ব্যাচের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ্ কায়সার সুমন, সাধারণ সম্পাদক ড. শরিফুল ইসলাম রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।