ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

টুঙ্গিপাড়ায় ছয় মামলার আসামি আটক

গোপালগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ ০৭:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদাবাজিমাদকমারামারি,দস্যুতাসহ মোট ছয়টি মামলার আসামিকে তাহিন শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন উপজেলার বর্নি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক তাহিন শেখ (২৯উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসিএসএম কামরুজ্জামান বলেনআটক তাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিমাদকমারামারিদস্যুতাসহ টুঙ্গিপাড়া থানায় মোট ছয়টি মামলা রয়েছে। তার মধ্যে  টিতে চার্জশিট ভুক্ত  দুইটি জিয়ার মুলতবি ওয়ারেন্ট ভুক্ত আসামি সে। সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।

ওসি কামরুজ্জামান আরও জানানমঙ্গলবার সকালে আটক তাহিন শেখকে গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।