ব্রাহ্মণবাড়িয়া চাঞ্চল্যকর মোঃ পারভেজ মিয়া’কে ডাকাতিকালে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী’কে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২।
গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার, সরাইল থানা এলাকায় ডাকাতিকালে দেশিয় অস্ত্র দিয়ে মোঃ পারভেজ মিয়া (২২)’কে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার মামলা নং-০১ তাং-০১/০৩/২০২৩ইং ধারাঃ ৪৫৭/৩৮০/৪১১/৩০২/৩৪ পেনাল কোড)। এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামীদের ধরতে র্যাব এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল(বুধবার) সন্ধ্যায় র্যাব-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর খিলক্ষেত থানাধীন বটতলা এলাকায় উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী মোঃ সোহেল মিয়া (৩২), পিতা-মোঃ বাছির মিয়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ সোহেল মিয়া (৩২)’কে আটক করে।
আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে ডাকাত দলের একজন সদস্য। ধৃত আসামীসহ ডাকাত দলের অন্যান্য সহযোগীরা ডাকাতি করার সময় স্থানীয় লোকজনের বাঁধার সম্মূখীন হলে ভিকটিম পারভেজকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে। এছাড়াও আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে র্যাব-২ অন্যান্য আসামীদের ধরার অভিযান অব্যাহত রাখবে।