ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়কের এলেঙ্গা থেকে হাতিয়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হতে থাকে। সড়কটিতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ ব্যক্তিগত যানবাহন বেশি দেখা গেছে। কম ভাড়ায় খোলা ট্রাকেও গন্তব্যে যাচ্ছে মানুষ। এদিকে গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৩৬ হাজার ৬৯টি। আর এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এ জন্য সড়কের বিভিন্নস্থানে পুলিশ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মহাসড়কে ভোররাতে কিছুটা গাড়ির চাপ ছিল। তবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো সেতুর গোল চত্বর থেকে ঘুরিয়ে আঞ্চলিক সড়কে দেওয়ায় মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে চাপ কমেছে। ফলে কোনো যানজট নেই।