ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে চিরিরবন্দরে নির্বাচনী সহিংসতার অভিযোগে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ১৯জন গ্রেপ্তার

Author Dainik Bayanno | প্রকাশের সময় : শুক্রবার ৭ জানুয়ারী ২০২২ ০৩:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার অভিযোগে পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী বেগ লিটনসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল তিনটায় তাদের আদালতে সপোর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে আলোকডিহি ইউনিয়নের গছাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা সারে ৭টায় অভিযুক্তরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, ভোট গ্রহন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এসময় পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড এবং দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় ঐ কেন্দ্রের ইনচার্জ এএসআই বেলাল হোসেন পরের দিন ৬ জানুয়ারী বাদি হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ২৭জনের নামসহ অজ্ঞাত আরো ৩৫০ জনকে আসামী করা হয়। এই মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে।