জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্থানীয় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার হলেন বগুড়ার শাহজাহানপুর থানার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। নুরুজ্জামান আওয়ামী সেচ্ছাসেবকলীগের শাহজাহানপুর উপজেলার সেক্রেটারি। তার নামে হত্যাচেষ্টা মামলাসহ ১৭টি মামলা আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন নুরুজ্জামান। পরে স্থানীয় শিক্ষার্থীরা তাকে চিনতে পেয়ে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসে। পরে সেখান থেকে আজ সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এদিকে, নুরুজ্জামানের গ্রেপ্তারের খবর পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন। তিনি জানান, সরকার পতনের পর নুরুজ্জামান রাজধানীর খিলক্ষেত এলাকায় আত্মীয়ের বাসায় থাকতেন। তার ছেলেমেয়েদের ঢাকায় স্কুলে ভর্তির চেষ্টা করছিলেন। পাশাপাশি ঢাকায় তিনি ব্যবসা করার চেষ্টা করছিলেন। এনআইডি কার্ড পরিবর্তনের জন্য আজ একজনের সঙ্গে দেখা করতে তিনি জাহাঙ্গীরনগরে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন,‘আজ বিকেলে শিক্ষার্থীরা ফোন দিয়ে নুরুজ্জামানকে আটকের খবর জানায়। নিরাপত্তার স্বার্থে তাকে আমরা নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে প্রক্টরের উপস্থিতিতে আশুলিয়া থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করি৷’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা নুরুজ্জামানকে থানায় নিয়ে এসেছি। তার নামে অনেকগুলো মামলা রয়েছে। আমরা আইনি ব্যবস্থা নেব।’
বায়ান্ন/এসএ