পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ঢাকায় বড় বড় নেতা আছেন আমার দল আওয়ামী লীগে আছেন। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন আমি তাঁদের সাথে আছি। এই মূহুর্তে আমি দেশে কোন সংকট বা সংঘাত দেখছি না। কারণ গত ৩-৪ দিন ধরে আমি এলাকায় আছি কোন এলাকায় বা গ্রামে কোন সংঘাত বা সংকট দেখিনি। আমি সিলেট শহর ও হবিগঞ্জের চুনারুঘাট, সুনামগঞ্জের জেলা শহর ও আমার নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে এর কোন কিছুই দেখিনি। চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২৮ তারিখে কি দুনিয়া থাকবে না যাবে? তাদের কথায় দুনিয়া যাবেও না থাকবেও না। দেশে ২৭ তারিখও আসবে আবার ২৯ তারিখও আসবে। দেশের সব কাজ চলবে। আমাদের এখন উন্নয়ন করার সময়। আমরা সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। এই যে ভন্ডুল করে দিব, থাকতে দিব না। তাদের এই সব অন্যায় কাজ, অবৈধ কাজে আমরা নাই। আর বিদেশিদের কথা বলতেছে, বিচারীরা বিচার খোঁজে। তারা বিচার খোঁজে বেড়ায়। পরিস্কার কথা হচ্ছে, আমাদের দেশ আমরাই চালাব। আমরাই যুদ্ধ করেছি একলা। যখন পাঞ্জাবীদের সাথে যুদ্ধ হয়েছিল তখন হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এই দেশের, তখন এইসব বিদেশি দেশের মোড়লরা আমাদের সাথে ছিল না। আমরা মারা গেছি না জীবিত আছি কেউ এসে তখন দেখেনি। আমরাই যুদ্ধ করেছি, আমরাই দেশ স্বাধীন করেছি। কোন দল কি দখল করল সে বিষয়ে আমাদের কোন মাথা ব্যাথা মোটেও নাই।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া বঙ্গবন্ধু মডেল গ্রামে বঙ্গবন্ধু গণমূখী সমবায় ভাবনার আলোকে মডেল গ্রাম প্রতিষ্ঠায় পাইলট প্রকল্পের আওয়তায় ২ কোটি ৩২ লক্ষ ৫৭ হাজার ৭৯০ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট কমিউনিটি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ নামক মানচিত্রের মালিক বাংলাদেশি নাগরিকদের। তাই দেশের নাগরিক হিসাবেই সেই সম্পদ রক্ষা করা দেশের নাগরিকদের দায়িত্ব। কেই যদি দেশে ভাঙচুর করতে চায়, সম্পদের ক্ষতি করতে চায়, আমরা তাদের বাঁধা দিবো। তাদের প্রতি রুখে দাঁড়াব।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. জিয়াউল হক, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক, শান্তিগঞ্জ উপজেলা সববায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শাহাদাৎ হোসেন ভূইয়া, জয়কলস ইউপি চেয়াম্যান আব্দুল বাছিত সুজন সহ প্রমূখ।
অপরদিকে সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় শান্তিগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের পরিচালনায় সভায় আর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাগলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইমলাম মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির ছেলে সাদাত মান্নান অভি, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ সহ প্রমূখ।