ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

দেশে বেড়েছে করোনায় মৃত্যু

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : শুক্রবার ৭ অক্টোবর ২০২২ ০৬:২৩:০০ অপরাহ্ন | জাতীয়

করোনায় মৃত্যু বেড়েছে অন্তত পাঁচ গুণ। তবে সেই হারে অবশ্য বাড়েনি শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায়ও ভাইরাসটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮০ জনে। একই সময়ে নতুন ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে। দেশের ৮৮১টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয় মোট চার হাজার ৯১২টি নমুনা। শনাক্তের হার দাঁড়ায় শতকরা ১০ ভাগ।

সুস্থ হয়েছেন ৭০১ জন। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ ভাগ। অপরদিকে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।