কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার দোহারে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ এলাকার চরকুশাই নামক স্থানে গুড নেইবার দোহার সিডিপি এর নিজস্ব অফিসে এ আলোচনা সভা ও ঝড়ে পরা কন্যা শিশুদের বিদ্যালয়ে ফিরে আসার জন্য পুরস্কৃত করা হয়।
বেসরকারী এনজিও গুড নেইবার বাংলাদেশ দোহার সিডিপি এর আয়োজনে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজলুর রহমান(সিডিসি মেম্বার ও লাইলা আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক),
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দোহার সিডিপির ম্যানেজার শাহরিয়ার হোসেন।
এ সময় ম্যানেজার তার বক্তব্যে বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার জন্মগ্রহণে খুশি হতে পারত না পিতামাতারা। কারণ, তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হত। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি।
তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার সিডিপির কর্মরত মেডিসিন কর্মকর্তা ডা: রেজওয়ানুল আহসান।দোহার সিডিপির বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা সহ আরো অনেকে।