ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

নওগাঁ সদর উপজেলার নবাগত ইউএনও ইবনুল আবেদীন

সুবীর দাস, নওগাঁ | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ১০:৪০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নওগাঁ সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ইবনুল আবেদীন। সদ্য বিদায়ী ইউএনও এসএম রবিন শীষের বদলিজনিত কারণে ইবনুল আবেদীন সদর উপজেলার ইউএনও হিসেবে পদায়িত হয়েছেন।

ইবনুল আবেদীন রংপুর সদর উপজেলার সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইবনুল আবেদীন ৩৬তম বিসিএস-এর মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। বুধবার (১৫ জানুয়ারি) থেকে নবাগত ইউএনও নওগাঁ সদর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন।

ইউএনও ইবনুল আবেদীন জানান, উত্তরবঙ্গের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁর রয়েছে শতবছরের ইতিহাস আর ঐতিহ্য। উত্তরবঙ্গের সন্তান হিসেবে জেলার প্রসিদ্ধ শহর নওগাঁর সঙ্গে রয়েছে এক অজানা ভালোবাসা ও জানাশোনা। আর ঐতিহ্যবাহী সেই শহরের ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি অনেক খুশি।

নতুন বাংলাদেশের এক নতুন শহর হিসেবে নওগাঁ সদর উপজেলাকে বিনির্মাণ করার জন্য নিজের সকল মেধা আর মননকে ঢেলে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। সবার সার্বিক সহযোগিতা নিয়ে সমন্বয়ের ভিত্তিতে সরকারের সুপরিকল্পিত ও সম্ভাবনাময় প্রতিটি পদক্ষেপকে সঠিকভাবে কাজে লাগিয়ে নওগাঁ শহরকে একটি আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এই উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের জন্য একজন সেবক হিসেবে সরকার তাকে নিয়োগ প্রদান করেছেন। তিনি সরকারের একজন কর্মচারীমাত্র। তাই তার অফিসের দুয়ার উপজেলার প্রতিটি নাগরিকের ন্যায্য দাবী আদায়ের জন্য উন্মুক্ত রয়েছে। যে কোন মানুষের প্রয়োজনে সদর ইউএনও’র দুয়ার দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা আছে এবং আগামীতেও থাকবে।

তাই কোন প্রকারের সংকোচ বোধ কিংবা দ্বিধা না করে, কোন দালাল কিংবা অন্য কারো শরণাপন্ন না হয়ে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান। এছাড়া উপজেলার সকল সমস্যা, ভালো পরামর্শ ও পরিকল্পনা এবং সঠিক তথ্য প্রদান করতে উপজেলাবাসীর প্রতি তিনি অনুরোধ জানান।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ